বড় কলহ কক্কর পরিবারে। এক সময় পারিবারিক লড়াই ও দারিদ্রের গল্প শুনিয়ে একাধিক মানুষের চোখে জল এনেছিলেন কক্কর ভাইবোনেরা। তবে এবার গায়িকা সোনু কক্করের পোস্ট থেকে রীতিমতো ভাষা হারাল নেটপাড়া।
নেহার মায়ের পেটের বড় বোন সোনু সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘ভাঙা মন নিয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, আমি আর দুই অতি গুণী নেহা কক্কর ও টনি কক্করের দিদি নই। আমার এই সিদ্ধান্ত এসেছে মনের অনেক বড় বেদনা থেকে। আমি আজ সত্যিই ভেঙে পড়েছি!’
সোনু কোক স্টুডিওতে বিশাল দাদলানির সাথে মাদারি ট্র্যাকে গলা মিলিয়ে পেয়েছিলেন পরিচিতি। সঙ্গে বোন নেহার সঙ্গে কোলাবরেশনেও কিছু গান গেয়েছেন সোনু। বেশ কিছু রিয়েলিটি শো-র বিচারকের আসনেও দেখা গিয়েছে সোনু কক্করকে। এমটিভি আনপ্লাগডে, তিন কক্কর ভাইবোন এনেছিলেন ‘স্টোরি অফ কক্করস’।
১৯৭৯ সালে উত্তরাখণ্ডের ঋষিকেশে জন্মগ্রহণ করেন সোনু কক্কর। তিন ভাইবোনের পরিবারে তিনিই বড়। আর্থিক টানাপোড়েনের কারণে, ভাইবোনেরা গানগাইতেন জাগ্রতায়। সেখান থেকে পাওয়া অর্থ দিয়ে চলত সংসার। ২০০৬ সালের ২০ ডিসেম্বর নীরাজ শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনু। আপাতত তার পোস্ট নিয়ে তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়।









