Site icon চ্যানেল আই অনলাইন

চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে নজর কাড়লেন সোনম

ব্রিটেনের রাজপাঠ এখন চার্লসের হাতে। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গতবছরই সিংহাসনে বসেছেন তিনি। তবে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর ৬ মে আনুষ্ঠানিকভাবে রাজার মুকুট পরলেন চার্লস। আর সেই ইতিহাসেরই সাক্ষী হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

শনিবার (৬ মে) অনুষ্ঠিত হয়েছে তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক অভিষেক। রবিবার (৭ মে) ছিল কমনওয়েলস ভার্চুয়াল কয়্যারের করোনেশন কনসার্ট, সেখানেই আমন্ত্রিত ছিলেন সোনম কাপুর। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মঞ্চে উঠে হিন্দিতেই সোনমকে বলতে শোনা গেল ‘নমস্তে’…।

এদিন কমনওয়েলস ভার্চুয়াল কয়্যারের অনুষ্ঠানে অনামিকা খান্না ও এমিলিয়া উইকস্টেড যৌথ ডিজাইনে তৈরি করা ক্লাসি বার্ডট গাউনে মোহময়ী দেখাচ্ছিল সোনমকে। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ঐতিহ্যাসিক মুহূর্তে ফ্যাশন প্রয়োজন বৈকি। এই অনুষ্ঠানে ডাক পেয়েছি, তাই নিজেকে আমি সৌভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুই দেশের ফ্যাশন ডিজাইনারের পোশাক পরেছি।’ জানা গেছে, ১৭ ও ১৮ শতকের শিল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে সোনমের এই পোশাক।

অনুষ্ঠানে  ৫৬টি কমনওয়েলথ দেশের গায়ক, শিল্পী সহ অনেকেই যোগ দিয়েছিলেন। যেই তালিকায় নাম ছিল হলিউড তারকা টম ক্রুজ, পুহ, রাজবংশের তারকা জোয়ান কলিন্স, গায়ক টম জোন্স, বিয়ার গ্রিলস এবং নৃত্যশিল্পী ওটি মাবুস সহ আরও অনেকেই।

Exit mobile version