বাংলাদেশের চলচ্চিত্রের গান নিয়ে দেশের নন্দিত সংগীত সংগঠন ‘জলতরঙ্গ’ আয়োজন করছে ‘গান গেয়ে পরিচয়’ শীর্ষক সংগীত আসরের। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের চলচ্চিত্রের কালজয়ী গানের সাথে জড়িয়ে আছে কিংবদন্তী সব গীতিকার, সুরকার, শিল্পী ও বাদ্যযন্ত্রী। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই আয়োজনটি করছে জলতরঙ্গ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জলতরঙ্গ জানায়, এ বছর বাংলাদেশের চলচ্চিত্র পা দিয়েছে তার সাত দশকে। দীর্ঘ সত্তর বছরের পথ পরিক্রমায় সংগীতের নানাবিধ রূপান্তর ঘটেছে। ষাট, সত্তর ও আশির দশকের যে ‘সোনালী যুগ’ তা বাংলাদেশের চলচ্চিত্রের এক অমূল্য সম্পদ। জলতরঙ্গ প্রত্যাশা করে, সোনালী যুগের মতোই এখনকার গানগুলোও সেই আবেদন তৈরি করুক। প্রযুক্তির ইতিবাচক কল্যাণে তা সত্যিকার অর্থেই উৎকর্ষ লাভ করুক।
জলতরঙ্গের সাধারণ সম্পাদক জাকির হোসেন তপনের সংগীত পরিচালনায় সংগঠনের শিল্পীরা চলচ্চিত্রের গানের বিভিন্ন তথ্যসহ ধারাবাহিকভাবে একুশটি গান পরিবেশন করবেন বলেও জানানো হয়।
একক, দ্বৈত ও সমবেত কণ্ঠে পিচঢালা এই পথটারে, দুটি পাখি একটি ছোট্ট নীড়ে, ডাকে পাখি খোলো আঁখি, আবার এলো যে সন্ধ্যা, আমার বুকের মধ্যখানে, আকাশের হাতে আছে একরাশ নীল, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, মানুষ ধর মানুষ ভজসহ কালোত্তীর্ণ সব গান পরিবেশন করবেন তারা।









