যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। এবারও হচ্ছে না ব্যতিক্রম। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ঈদের ৬ষ্ঠ দিন থাকছে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের ৬ষ্ঠ দিন (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।
গেল ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পাওয়া এই ছবিটি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের প্রেক্ষাপটে নির্মিত। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী এবং তার স্বামীর চরিত্রে ওমর সানী, তিনি লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন। জায়েদ খান একজন ফেরারি আসামি ও মুক্তিযোদ্ধা।
এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।









