বহু আলোচনা আর শঙ্কা থাকা সত্বেও জিতে গেল বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেম! পরিণতি পেল তাদের সাত বছরের সম্পর্ক! সোমবার রাতে দুই পরিবারের উপস্থিতিতে জমকালো আয়োজনে হয়ে গেল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা!
দুই জন দুই ধর্মের, তবু প্রেমের সম্পর্কে বাধা হতে পারেনি তাদের ধর্মীয় পরিচয়! এদিন আইনিভাবে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। আগেই তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় রীতিতে হবে না এই জুটির বিয়ে। ভারতের বিশেষ বিবাহ আইনে স্বাক্ষর করে তারা বিয়ে করেন।
এরইমধ্যে প্রকাশ্যে এল নবদম্পতির ছবি। দুজনেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন। সোনাক্ষী তার ফেসবুকে চারটি ছবি পোস্ট করেন। দুটি বর জাহিরের সঙ্গে, রোমান্টিক মুডে! এবং অন্য দুটি পরিবারের সঙ্গে। যেখানে আবার দেখা যাচ্ছে, স্বাক্ষর করে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন জাহির!
বিশেষ দিনের জন্য সাদা রং বেছে নিয়েছেন সোনাক্ষী ও জাহির। সেই সঙ্গে ছবির ক্যাপশনে লিখেছেন নিজের অনুভূতির কথাও। সোনাক্ষী জানিয়েছেন, সাত বছর আগে ঠিক এই দিনেই (২৩ জুন ২০১৭) একে-অপরের চোখে ভালোবাসা দেখেছিলেন। বহু চড়াই উতরাই পেরিয়ে সেই ভালোবাসাই আজ আমাদের এখানে নিয়ে এল। যেখানে ঈশ্বর আর দুই পরিবারের আশীর্বাদ সাক্ষী রইল যে মুহূর্তের। আমরা এখন নবদম্পতি। এখন থেকে অনন্তকাল পর্যন্ত আমি তোমারই…।”
জানা গেছে, বিয়ের এই আনুষ্ঠানিকতায় সোনাক্ষী ও জাহিরের পরিবার ও ঘনিষ্ঠজনরা শুধু উপস্থিত ছিলেন। শোবিজ থেকে উপস্থিত ছিলেন সোনাক্ষীর বন্ধু অদিতি রাও হায়দরি, সিদ্ধার্থ, হুমা কুরেশিরা।









