জহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকেই চর্চায় রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এরইমধ্যে জহিরের সঙ্গে সুখে সংসার করছেন সোনাক্ষী। সদ্য মধুচন্দ্রিমার পর্ব কাটিয়ে ফিরিছেন জুটি। তবে বিয়ের পর কোনও বিরতি নয় বরং জোরকদমেই কাজ করছেন অভিনেত্রী।
সম্প্রতি মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন সোনাক্ষী। পরনে ব্লেজার, জিন্স, চোখে সানগ্লাস। তবে বিমানবন্দরে ঢোকার মুখে বাধা পান অভিনেত্রী। বিমানবন্দরে ঢোকার মুখেই পুলিশ আটকায় তাকে। কিছুতেই যেন বিশ্বাস করতে চাইছেন না তিনিই সোনাক্ষী। কিন্তু শেষে কীভাবে প্রমাণ দিলেন অভিনেত্রী?
মূলত সম্প্রতি পোশাক শিল্পী ডলি জে-এর জন্য একটি ফ্যাশন শোয়ে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন সোনাক্ষী। কিন্তু বাধা পান বিমানবন্দরে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
এসময় নিজের পরিচয় পত্র দেখিয়েছেন সোনাক্ষী, তবু মানতে চাননি নিরাপত্তাকর্মী। অবশেষে নিজের চোখ থেকে সানগ্লাস খুলে মুখ দেখিয়ে ছাড়পত্র পেলেন সোনাক্ষী।
কর্তব্যরত পুলিশ কর্মী এই ব্যবহারে তাকে বাহবা দিয়েছেন নেটাগরিকরা। তারকা বলেই ছেড়ে না দিয়ে নিজের কর্তব্যে অনড় থাকার জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। –টাইমস অব ইন্ডিয়া









