চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মির্জা ফখরুলের পাকিস্তান প্রীতির নিন্দা জানাল সম্মিলিত সাংস্কৃতিক জোট

‘বর্তমান বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক ভালো ছিল’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।  

মঙ্গলবার দুপুরে সংগঠনের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনির স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ্ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘পাকিস্তানি আমলে ভালো ছিলাম’- বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি শোষণ-শাসনের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের আন্দোলন, সংগ্রাম এবং একাত্তরে ৩০ লাখ শহীদের আত্মদান ও কয়েক লাখ নারীর ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম-সেই দেশের সাথে বাংলাদেশকে পরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন করা কোনভাবেই মেনে নেয়া যায় না। মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের মাধ্যমে তাদের পাকিস্তান প্রীতি, স্বাধীনতাবিরোধী শক্তির সাথে আঁতাত এবং মুক্তিযুদ্ধের আদর্শকে মেনে নিতে না পারার মনোবেদনা স্পষ্ট হয়ে উঠে।

বিবৃতিতে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সর্বস্তরের জনতাকে মীর্জা ফখরুল ইসলাম আলমগীরদের দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।