কখনও ডাক্তার, কখনও ইঞ্জিনিয়ার সেজে প্রতিষ্ঠিত ১৫ জন নারীকে বিয়ে করেছিলেন মহেশ কেবি নায়ক নামে এক যুবক। বিয়ের পর ওইসব নারীদের গয়না ও টাকা নিয়ে ওই যুবক পালিয়ে যেতেন বলে জানা গেছে।
অভিযুক্ত মহেশ কেবি নায়ক ভারতের বেঙ্গালুরুর বনশঙ্করির বাসিন্দা। গতকাল রবিবার (৯ জুলাই) তাকে গ্রেপ্তার করে দক্ষিণ ভারতের মাইসুরু জেলা পুলিশ।
জানা যায়, ২০১৪ সাল থেকে ১৫ জন মহিলাকে বিয়ে করেছেন মহেশ। তারপর তাদের টাকা, গয়না নিয়ে পালিয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে মাইসুরুতে এক ইঞ্জিনিয়ার তরুণীকে বিয়ে করেন মহেশ। তিনি মহেশের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। ওই তরুণীর পাশাপাশি আরও এক মহিলাও মহেশের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে মহেশের খোঁজ শুরু করে পুলিশ।
ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার সুত্রে আরও জানা যায়, বিয়ের জন্য একটি অনলাইন সাইটে ভুয়া প্রোফাইল খুলেছিলেন মহেশ। কখনও তিনি নিজেকে ডাক্তার, কখনও ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিতেন। যখন ডাক্তার বলতেন নিজেকে, তখন টুমকুরুতে ভুয়া ক্লিনিক খুলেছিলেন। একজন নার্সও নিয়োগ করেছিলেন। অনেকেই মহেশের ফাঁদে পা দিতেন। তবে অনেকের মনে তার ভুল ইংরেজি নিয়ে প্রশ্ন দেখা দিত। তখন তারা সরে যেতেন।
পুলিশ জানিয়েছে, মহেশের ১৫ জন স্ত্রী এবং চার সন্তানও রয়েছে মহেশের। বিয়ের কছুদিন পর থেকে আর তাদের সঙ্গে কখনওই দেখা করতেন না মহেশ। অনেক মহিলাই সামাজিক লজ্জার খাতিরে বিষয়টি পুলিশকে জানাননি।







