ভারতে শীঘ্রই ‘বড় কিছু’ হতে চলেছে বলে দাবি করেছে আমেরিকান শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চ। তবে কী ঘটনা ঘটতে চলেছে, তার কোনও ইঙ্গিত দেয়নি হিন্ডেনবার্গ। এরআগে হিন্ডেনবার্গ রিসার্চ নিয়ে শোরগোল পড়েছিল ভারতের শিল্পপতি গৌতম আদানি ইস্যুতে।
শনিবার (১০ আগস্ট) দ্য মিন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ এক্স পোস্টে বলেছে, ‘শীঘ্রই ভারতে বড় কিছু হতে চলেছে।’
Something big soon India
— Hindenburg Research (@HindenburgRes) August 10, 2024
কী ঘটনা ঘটতে চলেছে, তার কোনও পরিষ্কার ইঙ্গিত দেয়নি তারা। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, হিন্ডেনবার্গ রিসার্চ এবারও হয়তো কোনও একটি ভারতীয় কোম্পানি সম্পর্কে তাদের সংগ্রহ করা তথ্য প্রকাশ করতে চলেছে।
হিন্ডেনবার্গ রিসার্চ গত বছর জানুয়ারিতে গৌতম আদানির আদানি গ্রুপকে লক্ষ্য করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এই প্রতিবেদনটি আলোড়ন সৃষ্টি করেছিল কারণ হিন্ডেনবার্গ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করেছিল। হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টটি বেরোনোর সঙ্গে সঙ্গেই আদানি গ্রুপের সমস্ত শেয়ারে তীব্র পতন হয়। গৌতম আদানি বিশ্বের ২ নম্বর বিলিয়নেয়ার হওয়ার পরে ৩৬ তম অবস্থানে নেমে এসেছেন, কারণ তার সম্পদে রেকর্ড পতন রেকর্ড করা হয়েছিল।









