Advertisements
কবি, দার্শনিক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার বলেছেন, বিএনপির কিছু অবস্থান বিব্রত করছে। তিনি বলেন, জনগণকে বাদ দিয়ে কিছু করলে তা ফ্যাসিবাদ হবে, জনগণকে কেন্দ্রে রেখে সবকিছু করতে হবে। আমলাতন্ত্রকে বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতিকর উল্লেখ করে তা ভাঙতে না পারলে হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।








