সাবেক সাঁতারু বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান মারা গেছেন। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ বাদ মাগরিব মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া গ্ৰামে জানাজা শেষে জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ক্রীড়াবিদকে দাফন করা হয়েছে।
বাংলাদেশের অন্যতম কৃতি সাঁতারু সোলায়মান সাঁতার ফেডারেশনে সহ-সভাপতি পদে কয়েক মেয়াদে কাজ করেছেন। সাঁতার ফেডারেশন ছাড়াও বেসবল সফটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন।
বর্ষীয়ান ক্রীড়া ব্যক্তিত্ব সোলায়মানের মৃত্যুতে বেসবল সফটবল এসোসিয়েশন, সাঁতার ফেডারেশন, আরচ্যারি ফেডারেশন শোক প্রকাশ করেছে।








