মগ্ন হয়ে যাদের কণ্ঠে কাজী নজরুল ইসলামের গান শুনে শুনে বহু দিন কেটে গেল শ্রোতাদের, তাদের মধ্যে অন্যতম ফেরদৌস আরা। নজরুলের আসন্ন জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই শিল্পীর একক সংগীতানুষ্ঠান উপভোগ করতে পারার সুযোগ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী ২৫ মে। এ উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (২১ মে) বিকাল ৫ টায় পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে জাতীয় জাদুঘরে গাইবেন ফেরদৌস আরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে দেশের প্রখ্যাত এই সংগীতশিল্পীর একক সংগীতানুষ্ঠান উপভোগ করতে পারবেন।
অতিথি থাকবেন কবি নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খায়রুল আনাম সাকিল, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভারতীয় দূতাবাস, ঢাকা এর পরিচালক জনাব মৃন্ময় চক্রবর্তী।









