দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান তার নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু করেছেন রবিবার (৫ অক্টোবর)। তার আগে তিনি এর লুক সেটে অংশ নেন।
শুটিংয়ের দ্বিতীয়দিন সোমবার সন্ধ্যায় আসছে এর অফিশিয়াল এনাউন্সমেন্ট আসার কথা ছিলো। পরে সিনেমা সংশ্লিষ্টরা চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা সবার উদ্দেশে শুটিংয়ের অফিশিয়ালি ঘোষণা আজকে দেয়ার কথা থাকলেও তা একদিন পেছানো হয়েছে। মঙ্গলবার ‘সোলজার’ এর অফিসিয়াল ঘোষণা আসছে!
সিনেমার পরিচালক সাকিব ফাহাদ বলেন, গত তিন-চার বছরে শাকিব ভাইকে যেভাবে দেখেছি, এবার তাকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই। আমরা চাইছি, উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেন— যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে।
দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে তৈরি এই গল্পে আশাবাদের বার্তাও থাকবে বলে জানান পরিচালক। “দিনশেষে আমাদের গল্পটা আশার। আমরা জাতি হিসেবে যতো সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি— সেটাই তুলে ধরা হবে ‘সোলজার’-এ,” বলেন সাকিব ফাহাদ।
ঈদ কেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে, ছবিটি ঈদ ছাড়াই মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়েছে প্রযোজনা টিম।পরিচালক বলেন, আমি মনে করি, আমাদের ইন্ডাস্ট্রি ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। ঈদ ছাড়া সময়েও যদি ভালো সিনেমা মুক্তি পায়, তাহলে হল মালিক থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর— সবার জন্যই লাভজনক হবে। আমরা সে সাহসী উদ্যোগই নিচ্ছি।
দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সোলজার’। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন তানজিন তিশা। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী প্রমুখ।








