থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০২৫’ পেয়েছেন নাট্যদল বাতিঘরের দলপ্রধান, অভিনেতা ও নাট্যনির্দেশক সঞ্জয় সরকার মুক্তনীল।
সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁর হাতে প্রণোদনার অর্থমূল্যের চেক ও স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা—‘পরিবর্তনের স্বপ্নে মঞ্চকর্মীর দায় ও বাস্তবতা এবং টিকে থাকার দায়’ শীর্ষক আলোচনায় অংশ নেন নায়লা আজাদ নূপুর, আজাদ আবুল কালাম, বাকার বকুল ও শামীমা শওকত লাভলী। সভাপতিত্ব করেন থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়কারী সেলিম মাহবুব এবং সঞ্চালনায় ছিলেন ফেরদৌস আমিন বিপ্লব।
প্রসঙ্গত, নাট্যজন এস এম সোলায়মান ১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০০১ সালের ২২ সেপ্টেম্বর প্রয়াত হন। ৪৮ বছরের জীবনে তিনি ৩০টিরও বেশি নাটক রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন। তিনি থিয়েটার আর্ট ইউনিটসহ একাধিক নাট্যদল প্রতিষ্ঠা করেন এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৫ সাল থেকে থিয়েটার আর্ট ইউনিট প্রতিবছর একজন তরুণ মেধাবী নাট্যশিল্পী বা নাট্য সংগঠনকে এই প্রণোদনা দিয়ে আসছে। এর আগে এ সম্মাননায় ভূষিত হয়েছেন আমিনুর রহমান মুকুল, সাইদুর রহমান লিপন, শাহাদাত হোসেন, আনোয়ারুল হক, কাজী তৌফিকুল ইসলাম ইমন, ত্রপা মজুমদার, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা, রামিজ রাজু, বাকার বকুল, মহসিনা আক্তার, সায়িক সিদ্দিকী এবং বিভিন্ন জেলা থেকে সমন্বয় থিয়েটার (পাবনা), মণিপুরি থিয়েটার (মৌলভীবাজার) ও প্রতীক থিয়েটার (হবিগঞ্জ)।









