Site icon চ্যানেল আই অনলাইন

একজনই সোহেল রানা

ঢাকার এক দুর্দান্ত চলচ্চিত্রের নাম ‘মাসুদ রানা’। পর্দার অভিযানে সেই মাসুদ রানার ৫০ বছর পূর্ণ হচ্ছে এ বছর। এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন মাসুদ পারভেজ, সবার প্রিয় সোহেল রানা। ছবিটি পরিচালনাও করেন তিনি।

সোহেল রানা অভিনীত ও পরিচালিত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রটি ১৯৭৪ সালে মুক্তি পায়। অভিনেতা, নির্মাতা সোহেল রানা এই ছবি দিয়ে আত্মপ্রকাশ করলেও তার সিনেমায় সম্পৃক্ততা ‘ওরা ১১ জন’ ছবির মাধ্যমে। ১৯৭২ সালে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের এই ছবির প্রযোজক ছিলেন তিনি।

নায়ক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ এবং দেশব্যাপী ‘মাসুদ রানা’র বাজিমাত দিনে দিনে পর্দার এই বৈচিত্র্যময় মানুষটি সকলের কাছে হয়ে উঠেন অসাধারণ। সেই অসাধারণ সোহেল রানা-এর ৭৮তম জন্মদিন ২১ ফেব্রুয়ারি।

এ উপলক্ষে চ্যানেল আইয়ের পদার্য় সোহেল রানাকে নিয়ে নির্মিত ‘একজনই সোহেল রানা’ অনুষ্ঠান। আবদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায়। সোহেল রানার সঙ্গে কথপোকথনে উঠে এসেছে অকপটে একান্ত কিছু কথা যা, এতদিন সবারই ছিল অজানা।

Exit mobile version