‘সোলজার’ এবং ‘প্রিন্স’ সিনেমার পাশাপাশি গেল শুক্রবার শাকিব খানের একটি শো-রুম ওপেনিং করা এবং সেখানে তার পোশাক ও লুক নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কালো জিন্সের শীতের পোশাকে শাকিবের সেই ছবিগুলো পুরোপুরি ভাইরাল যায়।
কয়েকটি ছবি এই নায়ক তার ইন্সটাগ্রাম ও ফ্যান পেইজে পোস্ট দিয়েছিলেন। লিখেছিলেন, ‘যারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে, তাদের এগিয়ে যাওয়া কখনও থেমে থাকেনা।’ সেই পোস্টে আড়াই লক্ষাধিক লাইক এবং দশ হাজারের বেশি মন্তব্য চোখে পড়ে।
সেখানে হাজার হাজার মন্তব্যের মধ্যে মন্তব্য করেছিলেন কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। তিনি তার ভেরিফায়েড আইডি থেকে লেখেন, এখনই তুমি তারকা হয়ে উঠছো।
বরাবরই শাকিব খান তার সিনিয়রদের ভীষণ সম্মানের আসনে রাখেন। এ কারণে তিনি সবার কাছে প্রিয়! বর্ষীয়ান এই প্রযোজক ও একসময়ের ডেশিং হিরো সোহেল রানার সেই মন্তব্য চোখ এড়ায়নি এই সুপারস্টারের।
এমনকি কিছুদিন আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রুপালী পর্দার ‘মাসুদ রানা’, সেই খোঁজও রাখেন শাকিব খান। শ্রদ্ধা জানিয়ে সোহেল রানার মন্তব্যের উত্তর দিয়ে শাকিব লিখেছেন, ‘সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা ও শান্তি এবং সম্মানে পূর্ণ জীবন দান করুন। আমার প্রার্থনা সর্বদা আপনার সাথে আছে।’
সোহেল রানার কমেন্টে শাকিবের এমন মন্তব্যের পর অনুসারীরা সেখানে গিয়ে লিখেছেন, সিনেমার অসাধারণ অভিনয় এবং উপস্থিতির বাইরে অনেক কারণে শাকিব খান অন্যদের চেয়ে আলাদা। সিনিয়দের সম্মান জানানোর জন্য, তাদের নিয়ে কখনও কটু মন্তব্য না করা আমরা শাকিব খানকে মেগাস্টার বলে ভালোবাসা জানাই।









