আরবাজ খানের পর এবার সেলিম খানের ছোট ছেলে সোহেল খানও দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন, এমনই শোনা যাচ্ছে।
বছর দুয়েক আগে সোহেল খানের বিয়ে ভেঙেছে। সীমা সাজদেহ-র সঙ্গে ভিন্নধর্মে বিয়ে সেরেছিলেন সোহেল। কিন্তু ২৪ বছরের সেই সংসার টেকেনি। দুই সন্তান নিয়ে সোহেলের থেকে আলাদা হন সীমা। ২০২২ সালে বিচ্ছেদ হয় তাদের।
বিচ্ছেদের পর সোহেলের প্রেমের গুঞ্জন শোনা যায় রহস্যময় এক নারীর সঙ্গে। রেস্তোরাঁর বাইরে সেই নারীর সঙ্গে লেন্সবন্দি হন সোহেল।

প্রেমের জল্পনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন সোহেল। বলেন, ‘আমরা প্রেম করছি না। সে আমার খুব পুরোনো বন্ধু।’ এর চেয়ে বেশি কথা বাড়াননি সোহেল।
সম্পর্ককে ‘বন্ধুত্ব’র নাম দিলেও তাতে প্রেমের গন্ধ পাচ্ছেন ভক্তরা। গত বছর সকলকে চমকে দিয়ে মেকআপ আর্টিস্ট সুরাহ খানকে বিয়ে করেন আরবাজ। সেই পথেই কি হাঁটবেন সোহেল? এই প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে।
সূত্র: নিউজ এইটিন









