মালদ্বীপের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ও বছরের শেষ ম্যাচে নামবে ছেলেদের জাতীয় দলটি। ম্যাচের আগে নিজেদের ভুলভ্রান্তিগুলো দেখেছেন খেলোয়াড়রা। দ্বিতীয় ম্যাচে জিতে বাংলাদেশ সমতায় শেষ করতে চায়, জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা।
কিংস অ্যারেনায় ম্যাচের আগেরদিন অনুশীলনের পর সোহেল বললেন, ‘প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছি জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা অনেকগুলো গোল করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আমাদের আত্মবিশ্বাস আছে দ্বিতীয় ম্যাচে আমরা ভালো করব। প্রথম ম্যাচে ভালো খেললেও সর্বোপরি আমরা ম্যাচ হেরেছি। সুতরাং, চাইব ম্যাচ জিততে, কারণ সেই সামর্থ্য আমাদের আছে।’
কোচ হাভিয়ের ক্যাবরেরা বললেন, ‘প্রথম ম্যাচে হারের পর যে ফলাফলটা আমাদের জন্য বেদনাদায়ক। আমাদের মধ্যে এখনও ইতিবাচক মনোভাব রয়েছে এবং প্রত্যাশার পারদ উঁচুতে। কাল আমরা জিততে চাই।’
‘গতদিনের ম্যাচের ফলাফল বিশ্লেষণ করে আমাদের ভুলগুলো বোঝার চেষ্টা করেছি, ফিনিশিং নিয়ে কাজ করছে খেলোয়াড়রা। গতদিন অনেক সুযোগ পাওয়ার পরও স্কোর করতে না পারার ব্যাখ্যা করা কঠিন। আশা করছি সামনের ম্যাচে আমরা গোল করতে পারব।’
বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে সুযোগ হাতছাড়ার মহড়া দেখিয়েছে বাংলাদেশ। অতিথিদের আলী ফাসিরের গোলে ১-০তে হারেন তপু বর্মণরা। শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচটি।









