Advertisements
সমাজে থেকে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি বদলাতে না পারলে, পিছিয়ে পড়বে দেশ। এ জন্য তরুণ প্রজন্মকে সচেতন ভূমিকা রাখতে হবে। রাজধানীতে পাবলিক স্পিকিং অনুষ্ঠান বার্জার রাইজ অ্যাবাভ অলে বক্তারা বলেন, যেকোন ক্ষেত্রে সফল হতে হলে স্বপ্ন ও সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই।






