Site icon চ্যানেল আই অনলাইন

সামাজিক নিরাপত্তায় ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ১২৩টি কর্মসূচিতে ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। যা মোট দেশজ উৎপাদনের ৩ শতাংশের কম।

এবার সরকারের আর্থিক টানা পড়েনের কারণে প্রতিবন্ধী ভাতা ছাড়া সামাজিক নিরাপত্তা খাতে অন্তর্ভুক্ত অন্যদের ভাতা বরাদ্দ বাড়ছে না। চলতি ২১-২২ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ৭ হাজার ৬১৪ টাকা। এতে মোট ১ কোটি ১৫ লাখ লোক সামাজিক সুরক্ষার আওতায় আসবে।

প্রতি বছরই সরকারের বাজেট নিয়ে মাথা ব্যাথা না থাকলেও বাজারে চাল থেকে শুরু করে দরকারি নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দামে হিমশিম খাচ্ছেন ঢাকা শহরে খেয়ে পড়ে বেঁচে থাকা নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ।

বর্তমানে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় ১২৩টি কর্মসূচি রয়েছে যা বাস্তবায়নের দায়িত্ব ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের। ২৯ শতাংশ পরিবারকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা হয়েছে বলা হলেও এ খাতের উপকার ভোগীদের পুরো তথ্য নেই সরকারের কাছে। বয়স্ক, বিধবাপ্রতিবন্ধী দুস্থ নারী হিজড়া চা শ্রমিকসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির চাওয়া বিবেচনায় রেখে জাতীয় সংসদ ভবনে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ অর্থমন্ত্রীর। বৃদ্ধকালীন সুরক্ষা নিশ্চিত করতে সরকারের নির্বাচনী অঙ্গীকারকে বিবেচনায় নিয়ে আগামী অর্থবছর থেকেই সর্বজনীন পেনশনস্কিম চালুর ঘোষণাও আছে ২২-২৩ অর্থবছরের বাজেটে।

এছাড়া চার ধরনের জাতীয় সামাজিক বীমা স্কীমচালুর ঘোষণাও আছে এবারের বাজেট বক্তৃতায়। আগামী অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষার ছয় খাতে চলতি বছরের তুলনায় সামাজিক কল্যাণ ও কর্ম সৃজনখাতে বরাদ্দ কমেছে। তবে করোনাকালীন নতুন দরিদ্রদের বিষয়ে কোন দিক নির্দেশনা নেই বাজেটে।

প্রতিবন্ধীভাতা ৭৫০ থেকে বাড়িয়ে ৮৫০ করা হয়েছে। তবে উর্ধগতির বাজারে এই ভাতায় প্রয়োজন মেটে না এমনটাই বলছিলেন মহাখালীর কড়াইল বস্তিতে থাকা প্রতিবন্ধী ইয়াসিনের খালা।

আগামী অর্থবছরে সামাজিক সুরক্ষাখাতে ১ কোটি১ ৫ লাখের বেশি মানুষের জন্য ৯টি বিষয়ে প্রায় ৪৫ হাজার কোটি টাকা নগদ সহায়তা বরাদ্দ থাকলেও এর মধ্যে ৮ লাখের কাছাকাছি অবসরভোগী সরকারি কর্মচারিদের পেনশন বাবদ বরাদ্দই প্রায় ৩০ হাজার কোটি টাকা। তবে আওতা বাড়লেও বয়স্ক ও বিধবা ভাতার পরিমাণ ৫’শ টাকাই থাকছে।

Exit mobile version