এখন প্রায়শই দেখা যাচ্ছে একের পর এক সিক্যুয়েল নির্মাণের খবর। নব্বই দশক ও দুই হাজারের দশকের জনপ্রিয় প্রায় সব চলচ্চিত্রই ফিরে আসছে নতুন রূপে! কিন্তু এর মাঝেই যে ঘোষণা সবচেয়ে বেশি চমকে দিয়েছে দর্শকদের, তা হলো ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক ২’ নির্মাণের খবর! সেই সাথে সম্ভাব্য কাস্ট নিয়েও চলছে জোর আলোচনা!
মূল চলচ্চিত্রটি ২০১০ মুক্তি পায়। অ্যারন সোরকিনের চিত্রনাট্যে পরিচালনা করেন বিখ্যাত নির্মাতা ডেভিড ফিঞ্চার। এটি নির্মিত হয় বেন মেজরিচ-এর বই ‘দ্য এক্সিডেন্টাল বিলিয়নিয়ার্স’ অবলম্বনে। যেখানে ফেসবুকের শুরুর দিনগুলো ও মার্ক জাকারবার্গ-এর উত্থান তুলে ধরা হয়েছিল।
ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ায় এবং জেসি আইজেনবার্গকে জাকারবার্গের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য অস্কারে মনোনয়ন এনে দেয়। তবে এই রিবুট বা সিক্যুয়েলে ‘নাউ ইউ সি মি’ খ্যাত আইজেনবার্গ ফিরছেন না।

এই সিনেমায় জেসির না ফেরার খবরে যে প্রশ্নটি বড় করে দেখা দিচ্ছে, তাহলে কে হচ্ছেন নতুন জাকারবার্গ? এ নিয়েই এখন আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে, নতুন জাকারবার্গ চরিত্রে বিবেচনায় আছেন ‘সাকসেশন’ তারকা জেরেমি স্ট্রং। এমন কাস্টিং নিয়ে অবশ্য অনেকে আনন্দিতও! অনেকে বলছেন, জাকারবার্গের চরিত্রে জেরেমি যদি নিশ্চিত হয়, তাহলে বলা যায় এটি একেবারেই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত!
তবে শুধু জাকারবার্গ নয়, অন্যান্য চরিত্র নিয়েও চলছে জোর আলোচনা। ২০১০ সালের ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এ অভিনয় করেছিলেন জেসি আইজেনবার্গ, অ্যান্ড্রু গারফিল্ড, জাস্টিন টিম্বারলেক, রুনি মারা, ডাকোটা জনসন, ব্রেন্ডা সং, আর্মি হ্যামারসহ একঝাঁক নামকরা তারকা।

তবে সিক্যুয়েলের ক্ষেত্রে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। পুরনো এই তারকাদের কেউ ফিরছেন কি না, সে বিষয়ে নীরব নির্মাতা ও প্রযোজক সংস্থা। আর তাই আপাতত সবার নজর নতুন মুখগুলোতে— যাদের নিয়ে এখন জোর গুঞ্জন। মূল চরিত্রে জেরেমি স্ট্রং ছাড়াও শোনা যাচ্ছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে জেরেমি অ্যালেন হোয়াইট এবং ফেসবুক হুইসেলব্লোয়ার ফ্রান্সেস হাউগেনের চরিত্রে ‘আনোরা’ খ্যাত অভিনেত্রী মাইকি ম্যাডিসনের কথা!
প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক ২’ এর গল্প নির্মিত হচ্ছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর আলোচিত অনুসন্ধান সিরিজ ‘দ্য ফেসবুক ফাইলস (২০২১) অবলম্বনে। যেখানে ফেসবুকের নানা ক্ষতিকর অভ্যাস, বিষাক্ত কর্ম-সংস্কৃতি এবং রাজনৈতিক প্রভাব নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলা হয়। –মেরিক্ল্যারি









