অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সারলেন নাগা চৈতন্য। ছেলের বাগদানের খবর জানিয়ে দিলেন নাগার্জুন।
শোভিতা-নাগার সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিনের। সেই গুঞ্জনে এবার সিলমোহর পড়ল। বৃহস্পতিবার নাগার্জুনের হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া আয়োজনে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ছেলে ও নতুন পুত্রবধূর সঙ্গে ছবি শেয়ার করে নাগার্জুন লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শোভিতা ধুলিপালার সঙ্গে আমাদের ছেলে নাগা চৈতন্যের বাগদান সম্পন্ন হয়েছে। শোভিতাকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। সুখী দম্পতিকে অভিনন্দন! তাদের জীবন ভালবাসা এবং সুখে ভরে উঠুক, এটাই কামনা করি। ঈশ্বর তাদের মঙ্গল করুক!’
ছবিতে নবদম্পতিকে একদম ট্র্যাডিশনাল পোশাকে দেখা গেছে। অফ হোয়াইট কুর্তা-পায়জামায় দেখা গেছে নাগাকে। আর হালকা গোলাপি শাড়িতে শোভিতাকে।
২০২১ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সাথে নাগা চৈতন্যের বিচ্ছেদের পরেই শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। গুঞ্জন সত্ত্বেও, এই তারা কখনই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। অবশেষে বাগদানের মাধ্যমে গুঞ্জন সত্যি প্রমাণিত হলো।
“We are delighted to announce the engagement of our son, Naga Chaitanya, to Sobhita Dhulipala, which took place this morning at 9:42 a.m.!!
We are overjoyed to welcome her into our family.
Congratulations to the happy couple!
Wishing them a lifetime of love and happiness. 💐… pic.twitter.com/buiBGa52lD— Nagarjuna Akkineni (@iamnagarjuna) August 8, 2024
সূত্র: হিন্দুস্তান টাইমস









