চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্পোর্টস
  • বিনোদন
  • রাজনীতি
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • জনপদ
  • মাল্টিমিডিয়া
  • কর্পোরেট
  • ভিডিও নিউজ
  • আরও
    • প্রকৃতি ও জীবন
    • কৃষি
    • পরিবেশ
    • প্রবাস সংবাদ
    • আনন্দ আলো
    • আইস্ক্রিন
    • তথ্যপ্রযুক্তি
    • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহবাগে ধোঁয়া, ল্যাবে ধুলা: আমাদের প্রকৌশল ব্যবস্থার সার্কিট ডায়াগ্রাম

মেহরাব হোসেন রবিনমেহরাব হোসেন রবিন
5:39 pm 28, August 2025
মতামত
A A
Advertisements

অনেকে হয়তো অবাক হবেন—আমার পথটা ডিপ্লোমা থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর এখন পিএইচডি। অর্থাৎ, দুই শিবিরের সঙ্গেই আমার পরিচয় আছে। তাই আজকের এই “নবম গ্রেড বনাম দশম গ্রেড” দূর থেকে দেখে কেবল অনেক কিছুই মনে আসে । যেমন তবে সত্যি বলতে, রাজপথে প্রকৌশলীদের এই ভিড় দেখে প্রথমে আমি আশাবাদী হয়েছিলাম। আমার চোখে তখন ভাসছিল উন্নত ও নতুন এক বাংলাদেশের স্বপ্ন।

ভাবছিলাম,  ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ভাইদের প্ল্যাকার্ডে হয়তো লেখা থাকবে:

  • “শিক্ষায় জিডিপির মাত্র ২% বাজেট কেন? ইঞ্জিনিয়ারিং রিসার্সে বাজেটের টাকা কোথায়?”
  • “বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমাদের একটিও নেই কেন, জবাব চাই!”
  • “গুগল, অ্যাপল, ইন্টেল … আমাদের ক্যাম্পাসে আসে না কেন? আমরা কি শুধু বিদেশে শ্রমিক সাপ্লাই দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার হচ্ছি?”
  • “দেশে কেন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নেই? কেন আমরা চিপ ডিজাইন না করে শুধু স্ক্রু লাগানোর অ্যাসেম্বলি প্ল্যান্ট বানিয়ে গর্ব করি?”

আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভাইয়েরা হয়তো গলা ফাটাচ্ছেন এই বলে:

  • “থিওরির বোঝা চাপিয়ে হাতে-কলমে শিক্ষার গলা টিপে হত্যা করা চলবে না!”
  • ”দক্ষ-পর্যাপ্ত শিক্ষক ও ল্যাব এ্যাসিস্ট্যান্ট নাই কেন!”
  • “১৫/২০ বছরের পুরনো ল্যাবের যন্ত্রপাতি দিয়ে চতুর্থ শিল্পবিপ্লবের স্বপ্ন দেখানো বন্ধ করুন!”
  • “সার্টিফিকেট বিক্রির দোকানস্বরূপ প্রাইভেট পলিটেকনিক সংক্ষিপ্ত করে শিক্ষার মান নিশ্চিত করতে হবে!”
  • “ভারতের মতো আমাদেরও কেন যেকোন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিএসসির দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ থাকবে না?”

কিন্তু আমার এই দিবাস্বপ্ন ভাঙতে বেশি সময় লাগেনি। নিউজ দেখে জানলাম,  এই মহান আন্দোলনের মূল কারণ শিক্ষাব্যবস্থাকে বাঁচানো নয়, বরং আরও অনেক বেশি ‘গুরুত্বপূর্ণ’ বিষয়! এই যে শাহবাগে প্রতিবাদের ধোঁয়া আর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে যন্ত্রপাতির ওপর জমে থাকা ধুলা—এটাই তো আমাদের প্রকৌশল ব্যবস্থার আসল চিত্র বা সার্কিট ডায়াগ্রাম।

আমাদের স্বপ্ন বিশ্বমানের প্রকৌশলী হওয়ার, কিন্তু আমাদের যুদ্ধটা আটকে আছে পদের নাম আর বেতনের ধাপের এক টিনের কৌটোতে। “প্রকৌশলী” শব্দটার ওপর এমন ঐশ্বরিক গুরুত্ব দেওয়া হচ্ছে, যেন যন্ত্রের মোটরটা ওই নামের জোরেই ঘোরে! এই পদের টানাটানিতে যে পরিমাণ কর্মশক্তি খরচ হলো, তার এক শতাংশও যদি গবেষণাগারের অসিলোস্কোপ, এফপিজিএ বোর্ড অথবা জিপিইউ নোডে যেত, তাহলে আজ চাকরির বাজারে শুধু “ব্যবস্থাপনা প্রশিক্ষক” নয়, মূল প্রকৌশলী পদের জন্যও প্রতিষ্ঠানগুলোকে লাইন দিতে হতো। কিন্তু আমরা বেছে নিয়েছি সহজ পথ: “কোন গ্রেডে কারা ঢুকবে”—এটাই যেন আমাদের জাতীয় উদ্ভাবন!

ডিপ্লোমা শিবিরের ভাইয়েরা হাতে-কলমে দক্ষতাকে সম্মান দেন, কিন্তু একটি ভালো ল্যাভ সংস্কৃতি, আন্তর্জাতিক মানের ইংরেজি পাঠ্যক্রম বা শিল্পখাতে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির দাবি তোলার সময় তাদের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে। অন্যদিকে, স্নাতক প্রকৌশলীরা গবেষণা, বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং আর উন্নত বিশ্বের মতো ক্যাম্পাস থেকে সরাসরি চাকরিতে প্রবেশের স্বপ্ন দেখেন, কিন্তু তারাও রাজপথে নেমে পদের রাজনীতিতে এমন গতি সঞ্চার করেন যে, প্রযুক্তির মূল ভিত্তি থেকে শুরু করে পাঠ্যক্রম—কোনো কিছুরই আধুনিকায়ন হয় না। এর ফল কী? দেশে “প্রকৌশলী” বাড়ছে, কিন্তু প্রকৌশলের গভীরতা কমছে। দাবির তালিকা লম্বা হচ্ছে, আর গবেষণাগারের যন্ত্রপাতির তালিকা ছোটই থাকছে।

এর সাথে যুক্ত হয়েছে এক মিষ্টি ভণ্ডামি। আমরা মুখে “মেধাভিত্তিক নিয়োগ”-এর কথা বলি, কিন্তু দুই পক্ষই নিজ নিজ কোটাকে “ন্যায্য অধিকার” বলে প্রতিষ্ঠা করতে মরিয়া। যে কোটায় আপনার সুবিধা, সেটার নাম “ন্যায়বিচার”; আর যে কোটায় আপনার প্রবেশাধিকার নেই, তার নাম “অবিচার”!

আসলে দোষটা কী শুধু তাদের? দোষ আমাদের পুরো সিস্টেমের, যা আমাদের শিখিয়েছে— পড়াশোনার মূল উদ্দেশ্য একটাই: একটা সরকারি চাকরি। যেখানে ঝুঁকি নেই, খাটুনি কম, কিন্তু ক্ষমতা আর মাস শেষে নিশ্চিত বেতন আছে। এই সিস্টেম আমাদের উদ্যোক্তা হতে শেখায় না, গবেষক হওয়ার স্বপ্ন দেখায় না, নতুন কিছু সৃষ্টি করার সাহস জোগায় না। এটি আমাদের একটি আরাম কেদারার জীবন্ত মূর্তি হতে শেখায়।

সবচেয়ে মজার অংশ হলো আমাদের “কমিটি” নামক কারখানা। সমস্যা হলেই একটি কমিটি বসিয়ে দেওয়া হয়, আর আমরা ধরে নিই সমাধান হয়ে যাবে। বাস্তবে যা হয় তা হলো: নকশার ফাইলে মাপমতো স্ক্রু আঁকা হয়, কিন্তু সেটি না লাগলে দোষ দেওয়া হয় যন্ত্রকে। যে দেশে পাঠ্যক্রম ও ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে কোনো স্থায়ী সমাধান নেই, সেখানে “পদের নাম কে পাবে” এই আবেগসর্বস্ব লড়াই হলে তার ফল বিপর্যয়কর হওয়াই স্বাভাবিক।

মূল সত্যটা অস্বস্তিকর: আমরা সবাই “নিয়োগের বেতন স্কেল” চাই, কিন্তু “নিয়োগযোগ্য দক্ষতা” অর্জন করতে চাই খুব কম মানুষ। বিশ্বমানের গবেষণা, শিল্পখাতের সাথে সংযোগ, বা নতুন পণ্য তৈরির সংস্কৃতি—এসবের কথায় আমরা হাততালি দেই; কিন্তু বাজেট, গবেষণাগার বা পাঠ্যক্রম সংস্কারের প্রসঙ্গ এলেই আমাদের কলমের কালি ফুরিয়ে যায়।

এই অচলাবস্থা থেকে বের হতে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি:

প্রকৌশলী” শব্দটি কেবল একটি বিএসসি বা ডিপ্লোমা কোর্স পাশের সনদপত্রের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে আসা উচিত নয়। আমেরিকা, কানাডা বা বিশ্বের বহু উন্নত দেশের মতো “প্রকৌশলী” উপাধিটি হওয়া উচিত একটি পেশাদার লাইসেন্স, যা একটি কঠোর ও মানসম্মত পরীক্ষার মাধ্যমে অর্জন করতে হয়। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেই কেউ রাতারাতি পেশাদার প্রকৌশলী হয়ে যাবে—এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

এর জন্য একটি দ্বি-স্তরীয় ব্যবস্থা চালু করা প্রয়োজন:

১. স্নাতকদের জন্য: যুক্তরাষ্ট্রের প্রফেশনাল ইঞ্জিনিয়ার (PE) পরীক্ষার আদলে একটি জাতীয়, মানসম্মত লাইসেন্সিং পরীক্ষা চালু করতে হবে। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই একজন স্নাতক “প্রকৌশলী” উপাধি ব্যবহার করার সরকারি অনুমোদন পাবেন।

২. ডিপ্লোমাধারীদের জন্য: ডিপ্লোমা সম্পন্নকারীদের জন্যও তাদের স্তর অনুযায়ী একটি পৃথক জাতীয় ও মানসম্মত যোগ্যতা নিরূপণী পরীক্ষা থাকতে হবে, যা তাদের পেশাদার দক্ষতা প্রমাণ করবে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরীক্ষাগুলো কেবল পুঁথিগত বা তত্ত্বীয় জ্ঞানে সীমাবদ্ধ থাকবে না। এতে অবশ্যই হাতে-কলমে বা বাস্তব কাজের দক্ষতা যাচাইয়ের ব্যবস্থা থাকতে হবে।

এই পেশাদার স্বীকৃতি অর্জনের পর, দশম গ্রেডের মতো সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক ও ডিপ্লোমা উভয় পক্ষকেই একটি সমন্বিত নিয়োগ পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষায় তাদের নিজ নিজ পেশাদার পরীক্ষার নম্বর, হাতে-কলমে কাজের অভিজ্ঞতা এবং তত্ত্বীয় জ্ঞানের ওপর ভিত্তি করে একটি সম্মিলিত স্কোর তৈরি হবে। এতে শুধু ডিগ্রির জোরে নয়, বরং প্রমাণিত দক্ষতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত হবে।

সোজাসাপ্টা কথা হলো, পদের নাম নিয়ে তর্ক করে কোনো জাতি কখনো “প্রযুক্তি-দৈত্য” হতে পারে না। যন্ত্র, পরীক্ষা এবং প্রশিক্ষণ—এই তিনটি ভিত্তি যদি মজবুত হয়, তাহলে ডিপ্লোমা আর স্নাতক—দুই পথই একই সেতুতে উঠে “প্রকৌশল” নামের সত্যিকারের সড়কে চলতে পারবে। এখনকার মতো এই “শাহবাগে ধোঁয়া, ল্যাবে ধুলা” নামক নাটক এবার বন্ধ হওয়া দরকার।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: উচ্চ শিক্ষাডিপ্লোমাডিপ্লোমা ইঞ্জিনিয়ারবিএসসি ইঞ্জিনিয়ারবুয়েট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে পিকনিক ও বিনোদন স্পটে ভাঙচুর-অগ্নিসংযোগ

পরবর্তী

‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

পরবর্তী

‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

মুন্সিগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যে কারণে গ্রিনল্যান্ড ছাড়ল জার্মান বাহিনী

January 19, 2026
ছবি: সংগৃহীত

‘ফেস অব ওয়ালটন এসি’ চুক্তিবদ্ধ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

January 19, 2026

শিল্পী ট্যাগ লাগিয়ে ক্ষমতার স্বপ্ন বিপজ্জনক, উজ্জ্বলের স্পষ্ট বার্তা

January 19, 2026

হ্যাঁ-তে সিল দিলে ‘নতুন বাংলাদেশ’ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

January 19, 2026

শান্তর নেতৃত্বের প্রশংসায় নিশাম, ফাইনালে চোখ আত্মবিশ্বাসী রাজশাহীর

January 19, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version