আগামী সপ্তাহে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ। পরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলবে দল দুটি। স্টিভেন স্মিথকে ওপেনিংয়ে রেখে টেস্ট সিরিজের দল দেয়ার পর অভিজ্ঞ ব্যাটারকে অধিনায়ক করে ওয়ানডে সিরিজের দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বুধবার ১৩ জনের দল দিয়েছে অস্ট্রেলিয়া। টেস্টে চমক না থাকলেও ওয়ানডে স্কোয়াডে বেশ চমক রেখেছে সিএ। নতুনদের সুযোগ করে দিতে অভিজ্ঞদের বিশ্রামে রেখেছে।
অধিনায়ক স্মিথের ডেপুটি হিসেবে থাকবেন বিশ্বকাপ ফাইনালে শতক হাঁকানো ওপেনার ট্র্যাভিস হেড। ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার ল্যান্স মরিস। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন তিনি, একাদশে সুযোগ হয়নি। বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস।
২০২২ সালের পর প্রথমবার ওয়ানডে দলে ঢুকেছেন ঝাই রিচার্ডসন। সুযোগ পেয়েছেন অ্যারন হার্ডি, ম্যাট শর্ট ও নাথান এলিস।
নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতানো অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল মার্শ থাকছেন বিশ্রামে। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরায় ৫০ ওভারের তিনটি ম্যাচ থেকে বিরতি দেয়া হয়েছে।
গত সপ্তাহে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান ডেভিড ওয়ার্নার। যদিও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দরজা খোলা রেখেছেন। ওয়ার্নারের অবসরের পর স্মিথকে ওপেনিংয়ে আনা হয়েছে। তাতে চারে খেলবেন ক্যামেরন গ্রিন।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।







