‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের স্মার্টফোনটিতে বিশাল ৭০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা।
শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের সমন্বয়ে দারুণ পারফরম্যান্স দিচ্ছে ডিভাইসটি, যা ইতোমধ্যেই টেকপ্রেমীদের নজর কাড়ছে।
পাশাপাশি যেকোনো ভিডিও কনটেন্ট কিংবা অ্যান্ড্রয়েড গেমস উপভোগ করা যাবে একদম ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়ালে। কারণ এতে রয়েছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যা শাওমি ফ্যানদের কাছে স্মার্টফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের এ স্মার্টফোন।
অদম্য শক্তি, তারার ভিড় আর প্রাণচাঞ্চল্যে সম্প্রতি আয়োজিত হয়েছে শাওমি বাংলাদেশের রেডমি ১৫ পাওয়ার নাইট। এই বিশেষ আয়োজনে একত্র হয়েছিলেন দেশের জনপ্রিয় তারকা, কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানরা। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল নতুন রেডমি ১৫-এর মূল ফিচার তুলে ধরতে, যেখানে আছে অফুরন্ত ব্যাটারি আর শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি আকর্ষণীয় সংমিশ্রণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ডেপুটি কান্ট্রি ম্যানেজার লুথার লিউ। তারা শাওমির বিভিন্ন পণ্য, উদ্ভাবন এবং শক্তিশালী বিক্রয়োত্তর সেবার প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি ১৫ পাওয়ার নাইট ছিল অফুরন্ত শক্তি, সৃজনশীলতা আর আমাদের কমিউনিটির প্রাণশক্তিকে উদযাপনের এক অনন্য উৎসব। জীবনের সবচেয়ে ব্যস্ত আর উজ্জ্বল মুহূর্তগুলোতে পাশে থাকার জন্য রেডমি ১৫, ঠিক তেমনি এই সন্ধ্যা ছিলো শক্তি, ভালোবাসা আর ভোলা যায় না এমন অভিজ্ঞতার প্রতিচ্ছবি। এ আয়োজনটি কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াস বলা যায়।’








