আততায়ীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
বিবিসি জানিয়েছে, গতকাল (১৫ মে) স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী ব্রাতিশ্লোভার উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে ‘হাউস অব কালচার’ ভবনে রবার্ট ফিকোর ওপর হামলার ঘটনা ঘটে। তিনি তখন মন্ত্রিপরিষদের সভা শেষে ফিরছিলেন।
৫৯ বছর বয়সী ফিকো হাতে, পায়ে এবং পেটে গুলিবিদ্ধ হয়েছেন অর্থাৎ তাকে একাধিকবার গুলি করা হয়েছে। একটি হেলিকপ্টারে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হত্যাচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে স্লোভাকিয়ার পুলিশ।

রবার্ট ফিকোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকু, চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালাসহ বিশ্ব নেতারা।
গত বছর চতুর্থবারের মতো মধ্য ইউরোপীয় দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন রবার্ট। স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য।









