পারিবারিক সহিংসতার অপরাধে শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মাইকেল স্লাটার। তবে চার বছরের জেল সাজা পেলেও তাকে এখনই করতে হচ্ছে না কারাভোগ। স্লাটারকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আগামীতে নির্ধারিত পাঁচবছর সময়ের মধ্যে একই ধরনের অপরাধ আবারও ঘটালে তাকে জেল শাস্তি ভোগ করতে হবে।
স্লাটারের বিরুদ্ধে মদ্যপান ও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর পৃথক অভিযোগ চূড়ান্ত করতে তাড়াহুড়ো করায় তার মুক্তি পেতে দেরি হতে পারে। মঙ্গলবার মারুচিডোর জেলা আদালতে ৫৫ বছর বয়সী স্লেটারকে সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত করে সাজা দেন আদালত। যার মধ্যে একজন নারীকে শ্বাসরোধের দুটি অভিযোগ রয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে কুইন্সল্যান্ডের সানশাইন কোস্টে ঘটানো তার অপরাধের মধ্যে রয়েছে হামলা ও চুরি। ২০২৪ সালে এক নারীকে আপত্তিজনক বার্তাও পাঠিয়েছিলেন তিনি। যা মার্চ মাসে পুলিশ তথ্য খুঁজে পেয়েছিল। ১২ মাসের বেশি সময় কারাগারে থাকা স্লাটার জামিন পেতে একাধিকবার ব্যর্থ হয়েছেন।
বিচারক গ্লেন ক্যাশ স্লাটারকে পাঁচ বছর সময় নির্ধারণ করে দিয়েছেন এই স্থগিত জেলসাজার জন্য। এ সময়ের মধ্যে যদি তিনি কোনো অপরাধ করেন, তবে কারাগারে যেতে হবে।
গত আগস্টে সুপ্রিম কোর্টের বিচারপতি পল ফ্রিবার্ন শুনেছিলেন যে, স্লাটার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং অ্যালকোহল ব্যবহারের ব্যাধিসহ বেশ কয়েকটি রোগ নির্ণয় হয়েছিল। সেসময় আইনজীবী গ্রেগরি ম্যাকগুয়ার জামিনের শর্তের পক্ষে যুক্তি দিয়েছিলেন, স্লাটারকে নিউ সাউথ ওয়েলসে স্থানান্তর এবং পুনর্বাসন করা হবে।









