২০২০ টোকিও অলিম্পিকে স্কেটবোর্ডিংয়ে ছেলেদের স্ট্রিটে সোনা জিতেছিলেন জাপানের ইয়োতু হরিজমে। প্যারিস অলিম্পিকেও চ্যাম্পিয়ন হলেন এ তারকা।
প্যারিস অলিম্পিকে দ্বিতীয় দিনে ১৪ বর্ষী ককো ইউশিযাওয়া স্কেটবোর্ডিংয়ে মেয়েদের স্ট্রিট ফাইনালে জাপানকে সোনা এনে দিয়েছিলেন। তৃতীয় দিনে ছেলেদের ইভেন্টেও সোনা গেল জাপানের ঝুলিতে। আসরে জাপানের পঞ্চম সোনা এটি। সবমিলিয়ে ১১তম পদক।
স্বর্ণজয়ের পথে সর্বমোট ২৮১.১৪ পয়েন্ট পেয়েছেন ইয়োতু। ২৮১.০৪ পয়েন্ট নিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের জ্যাগের ইটন। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রেরই আরেক প্রতিযোগী হিউস্টন নাইজা। ২৭৯.৩৮ সেকেন্ড সময় নেন তিনি।









