বিশ্বজুড়ে অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের। বলিউড ছাপিয়ে সামাজিক মাধ্যমেও যার রাজত্ব রয়েছে জমজমাট। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৪৬.৫ মিলিয়ন।
সিনেমার প্রচার বা বিজ্ঞাপনের জন্য এ মাধ্যমকে ব্যবহার করে থাকেন তারকারা। শাহরুখ খানও ব্যতিক্রম নন। বাণিজ্যিক কাজে ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য মোটা অঙ্কের অর্থ নিয়ে থাকেন বলিউড বাদশাহ।
সিয়াসাত ডটকমের প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে শাহরুখ খান ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য ৮০ লাখ থেকে এক কোটি রুপি নিতেন। মাঝের কয়েক বছরে শাহরুখ খানের জনপ্রিয়তা ও প্রভাব আরও বেড়েছে। সাধারণভাবে ইনস্টাগ্রাম পোস্টের জন্যও অর্থের পরিমাণ বাড়িয়েছেন তিনি।
যার প্রেক্ষিতেই বর্তমানে প্রতি পোস্টের জন্য শাহরুখ খান ১ কোটি রুপির বেশি নিয়ে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে সংখ্যাটা ২ কোটিও ছাড়িয়ে যায়। এ ছাড়া নিজের ব্র্যান্ডিং প্রমোশন, বিজ্ঞাপনের আয় তো রয়েছেই। – ডেইলি টাইমস







