দেশ-বিদেশের বড়পর্দা মাতিয়ে চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘তুফান’ এখন চলছে ওটিটিতে। রায়হান রাফী পরিচালিত ছবিটি চরকি ও হইচইতে একযোগে মুক্তি পেয়েছে ১৯ সেপ্টেম্বর! দুটি প্লাটফর্ম থেকেই জানানো হয়েছে, ওটিটিতে হুমড়ি খেয়ে সিনেমাটি দেখছেন দর্শক!
এই সিনেমার মাধ্যমে প্রথমবার স্ক্রিনশেয়ার করেন দেশের দুই তারকা, সুপারস্টার শাকিব খান ও মেধাবী অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমায় তাদের দেখা গেছে মুখোমুখি অবস্থানে! কিন্তু ‘তুফান’ এর সেটে তাদের সম্পর্ক কেমন ছিলো?
এ নিয়ে অন্যরকম মন্তব্য করলেন ‘তুফান’-এ তাদের সহ-অভিনেতারা। ওটিটিতে মুক্তির পর বিভিন্ন প্রমোশনাল কন্টেন্ট ছাড়ছে প্লাটফর্মগুলো। এরইমধ্যে ‘তুফান’-এর চার তারকার একটি আড্ডা সম্প্রতি চরিক প্রচার করেছে।
যেখানে অংশ নিতে দেখা গেছে শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা ও মিমিকে! সিনেমার শুটিং অভিজ্ঞতা নিয়ে তারা কথা বলেছেন। এরইমধ্যে ‘তুফান’ সিনেমায় সহশিল্পী হিসেবে কার কাকে পছন্দ– এমন এক প্রশ্নে শাকিব–চঞ্চলের রসায়ন নিয়ে কথা বলেছেন নাবিলা।
তিনি বলেন, ‘তুফানে পছন্দের সহশিল্পীর নাম বলা আমাদের জন্য কঠিন হলেও শাকিব খানের ব্যাপারে বলতে পারি। তার প্রিয় সহশিল্পী চঞ্চল চৌধুরী। অফস্ক্রিনে তারা সারাক্ষণই ব্রাদারহুড মুডে ছিলেন।’
আড্ডায় আরো মজার মজার অভিজ্ঞতার গল্প শেয়ার করেন ‘তুফান’ এর এই চার তারকা।









