প্রায় ১৬ বছর পর গড়াতে চলেছে ‘ছয় দিনের টেস্ট’। আগামী সেপ্টেম্বরে বিরল এ অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। কিউইদের লঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টে একদিন রেস্ট ডে রাখা হয়েছে। সেকারণে মূলত ম্যাচের দৈর্ঘ্য বেড়ে ছয়দিনে দাঁড়িয়েছে। সবশেষ ২০০৮ সালে ঢাকায় এমন দৃশ্য দেখা গিয়েছিল। বাংলাদেশের সংসদ নির্বাচনের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের মাঝে ২৯ ডিসেম্বর ‘রেস্ট ডে’ রাখা হয়েছিল।
সেপ্টেম্বরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। প্রথমটি গড়াবে ১৮ সেপ্টেম্বর। টেস্ট চলাকালীন ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচন। সেকারণে দিনটিতে খেলা গড়াবে না।
প্রায় ২৩ বছর পর শ্রীলঙ্কার মাঠে ছয় দিনের টেস্ট গড়াতে চলেছে। সবশেষ ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বো টেস্টের মাঝে লঙ্কানদের স্থানীয় পোয়া ডে (পূর্ণিমা) পড়ায় সেদিন খেলা হয়নি। নব্বইয়ের দশকে টেস্ট ক্রিকেটে ‘রেস্ট ডে’ নিয়মিত ঘটনা ছিল। ইংল্যান্ডে টেস্টে রোববার ‘রেস্ট ডে’ হিসেবে ছিল।
২৬ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। দুটি ম্যাচই গলেতে গড়াবে।









