ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত সাব্রুমের একটি ছোট চা বাগান এলাকা থেকে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
নর্থইস্ট টুডে জানিয়েছে, একাধিক বাংলাদেশি নাগরিকের উপস্থিতি সম্পর্কিত গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সাব্রুম থানার কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে ভারতে থাকার জন্য কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
আটককৃতদের ৬ জনের মধ্য ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, রুবেল হোসেন (২১), মোঃ রাফিত (২৩), মোঃ ইসমাইল (২৪), মোঃ ইব্রাহিম (২৫) ও মনির হোসেন (২৪)। এদের মধ্যে তিনজন বাংলাদেশের ফটিকছড়ি এবং বাকিরা চট্টগ্রামের বাসিন্দা।
আটককৃতদের আরও তদন্তের জন্য সাব্রুম থানায় নিয়ে যাওয়া হয়েছে।







