চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় আগুন লাগার ১২ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার ইউনিটদের সাথে সাথে সেনা, নৌ ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটকে আগুন নেভানোর কাজে যোগ দেয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
আজ শনিবার (১১ই মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড, কুমিরা, আগ্রাবাদ এবং বায়েজিদ স্টেশন থেকে প্রথমে ৫টি গাড়ি গিয়ে আগুন নেভাতে শুরু করে। কিন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় দুপুর থেকে ৮টি এবং সর্বশেষ আরও ৯টি গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস।
দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন বাহিনীর ফায়ার ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেবেন বলেও জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ‘আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান’।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ইউনিটেক্স লিমিটেডের জন্য আমদানি করা তুলার বাণ্ডিলে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। একদিকে তুলার আগুন নেভাতে সময় লাগা এবং আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।







