গান নিয়ে বছর জুড়ে ব্যস্ততায় ডুবে থাকেন চ্যানেল আই সেরা কণ্ঠ খ্যাত শিল্পী সোমনুর মনির কোনাল। প্রতিবারের মতো এবার ঈদেও বেশ কয়েকটি নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। অন্তত চারটি নাটকে গান করেছেন তিনি।
এছাড়া সলো গান নিয়েও আছে ব্যস্ততা। তারমধ্যেই ঈদের ছুটি সত্বেও ছুটলেন কনসার্টে।
মঙ্গলবার (ঈদের তৃতীয় দিন) সিরাজগঞ্জের গাইন্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির পুনর্মিলনী কনসার্টে হাজির হচ্ছেন কোনাল। তিনি জানান, সোমবার মধ্যরাতে রেকর্ডিং শেষে সকালেই সিরাজগঞ্জে গেছেন।
তিনি বলেন, কনসার্টে থাকলে দর্শকদের একেবারে কাছাকাছি গিয়ে আনন্দ ভাগাভাগি করা যায়। গান নিয়ে তাদের উন্মাদনা দেখা যায়। পর্দায় যেসব গান দর্শক পছন্দ করে সেইসব গান তাদের সামনে গাইতেও অন্যরকম আত্মতৃপ্তি পাওয়া যায়।
এদিকে, কনসার্ট শেষে ঢাকা ফিরেই নতুন রেকর্ডিংয়ে যোগ দেবেন বলে জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল।
ঈদের জন্য মাহমুদ মাহিনের একটি নাটক, মহিদুল মহিমের দুটি নাটকসহ সব মিলিয়ে চারটি নাটকে গান করেছেন বলে জানিয়েছেন কোনাল। সবগুলো ঈদের নাটক।
বরাবরই সিনেমার গানে মনোযোগী কোনাল। তবে সিনেমা কম নির্মিত হওয়ায় নাটকের গানে বেশি কণ্ঠ দিচ্ছেন।
কোনাল বললেন, আগে মাসে কয়েকটা প্লেব্যাক করতাম। কিন্তু এখন সিনেমার সংখ্যা কমে যাওয়ায় প্লেব্যাকও তুলনামূলক কমে গেছে। তবে নতুন করে আবার ভালো ভালো সিনেমা তৈরির খবর শুনি। হয়তো শিগগিরই আবার প্লেব্যাকে ব্যস্ততা বাড়বে।
নাটকের গান প্রসঙ্গে কোনাল বলেন, গতবার ঈদেও ব্যস্ততা ছিল। এবারও একই। তবে এবার সময় নিয়ে গান করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে নাটকের গানগুলো প্রচুর দর্শক কাছে পৌঁছায়। খুব দ্রুত ফিডব্যাক পাওয়া যায়। আমাদের নাটকের তরুণ নির্মাতারা দারুণ সব নাটক বানাচ্ছেন। এসব কাজগুলোর সঙ্গে থাকতে পেরে ভীষণ ভালো লাগে।







