গত ৭ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জনপ্রিয় সংগীত পরিচালক ইমন সাহা পরিচালিত প্রথম সিনেমা ‘সাইলেন্স: অ্যা মিউজিক্যাল জার্নি’। এবার সিনেমাটি প্রদর্শিত হলো মার্কিন মুলুকের ফ্লোরিডাতে।
রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফ্লোরিডার লেক ওয়ার্থ (মুভিজ অব লেখ ওয়ার্থ)-এ সিনেমাটি মুক্তি পেয়েছে। সেখানে নিজে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছেন এতে অভিনয় করা সাইমন সাদিক, পরিচালক ইমন সাহাসহ অনেকে।
গেল কয়েকমাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন সাইমন সাদিক। একপ্রকার সিনেমা থেকে দূরে আছেন। তিনি বলেন, অনেকদিন পর সিনেমা রিলেটেড কোনো ইভেন্টে নিজেকে উপস্থিত রাখলাম। তাও আবার আমার সিনেমা। এই সিনেমার মাধ্যমে আমার প্রথম কোনো সিনেমা বিদেশে মুক্তি পেল!
সাইমন বলেন, থিয়েটারে ভালোই ক্রাউড (দর্শক) ছিল, তারা সকলে প্রবাসী। নিজের দেশের সিনেমা উপভোগ করেছেন, আমার ভালো লেগেছে।
বাউল পরিবারে জন্ম হয় এক মেয়ের, সে ফোক গান করে। এক সময় তাকে উৎসাহ দেওয়া হয় গ্রাম থেকে বের হয়ে এসে বড় পরিসরে গান করার। কিন্তু শহরে এসে মেয়েটি জৌলুস, যশ ও জনপ্রিয়তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।
এসব করতে গিয়ে তার ভেতরের মাটির গানের সত্তাটা সে হারিয়ে ফেলে। জাগতিক ও আধ্যাত্মিক জার্নির একটা সম্পর্ক উঠে এসেছে ‘সাইলেন্স’-এ।
সাইমন সাদিক ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ অনেকে।









