পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের সিকিমের তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। এতে পাহাড় লাগোয়া ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজের একটি বাঁধ ভেঙে গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল (২০ আগস্ট) মঙ্গলবার ভারতের সিকিম রাজ্যে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
পাহাড় ধসের ঘটনায় পাহাড়ের বিশাল অংশ সিকিমের ওই জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর ধসে পড়লে ৫১০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনকারী এই বিদ্যুৎ কেন্দ্রটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
সেসময় ওই পাহাড় লাগোয়া তিস্তা স্টেজ এর ক্ষতিগ্রস্ত বাঁধটিও ভেঙে যায়। এ ঘটনায় আশপাশে বসকারী মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন।
স্থানীয় প্রশাসন জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি পাহাড়ে বেশ কয়েকবার ধস নামে। নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে আগেই সেখান থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ওই বাঁধটি এক বছর আগে থেকেই অচল অবস্থায় পড়ে ছিল।









