অভিনেতা সিয়াম আহমেদের মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ ছবির নতুন লুক প্রকাশ হলো। এর আগে মুখ ভর্তি কালো লালচে লম্বা গোঁফ-দাঁড়ি, উসকো খুসকো চুল সিয়ামকে দেখে চমকে উঠেছিল দর্শক। এবার ছিমছাম লুকে তিনি হাজির হলেন তিনি।
রবিবার বিকেল ৩টায় লুকটি নিজের ফ্যান পেজে ছেড়ে সিয়াম লিখেছেন, আমি আছি ‘জনি’র সাথে। ‘জংলি’র সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার জনির সাথে পরিচিত হবার পালা। ‘জনি’ আসছে ‘জংলি’ নিয়ে এই ঈদুল ফিতরে।
প্রকাশের পরেই সিয়ামের এই ‘জংলি’ লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘জংলি’ লুক দেখে নেটিজেনরা প্রশংসা করছেন।
এম রাহিম বানাচ্ছেন ‘জংলি’। তিনি এর আগে সিয়ামকে নিয়ে ‘শান’ নামে একটি ছবি বানিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। সিয়ামের সঙ্গে এ ছবিতে রয়েছেন বুবলী এবং দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
ছবির সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। সংশ্লিষ্টরা জানান, গানে থাকছে আরও চমক। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
সিয়াম আগেই জানিয়েছেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। “জংলি” তার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে।
বলেন, চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে রেখেছি। চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি সর্বোচ্চভাবে চেষ্টা করেছি।









