শাকিব খানকে নিয়ে ‘তাণ্ডব’ নির্মাণের পর রায়হান রাফী নতুন ছবি বানাতে যাচ্ছেন। তার এই ছবির নাম ‘আন্ধার’।
থ্রিলার, রোমান্স কিংবা অ্যাকশন ছবি বানিয়ে নির্মাণ মুন্সিয়ানা দেখানো রাফী এবার তুলে ধরছেন ভৌতিক জনরার গল্প। যেখানে নায়ক থাকছেন সিয়াম আহমেদ, সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী।
তবে ছবিতে নায়িকা হিসেবে কে থাকছেন সেই খবর প্রকাশ্যে আসেনি। কিন্তু একাধিক সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে, ‘আন্ধার’ ছবির নায়িকা হলেন লাক্স চ্যানেল আই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা অভিনেত্রী নাজিফা তুষি। এ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথমবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন সিয়াম-তুষি!
সূত্রটি জানাচ্ছে, ইতোমধ্যে তুষিকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে তিনি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ ছবি দুটির মাধ্যমে বড়পর্দায় নজর কেড়েছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক সাইড অব ঢাকা, নেটওয়ার্কের বাইরে, সিন্ডিকেট এই কনটেন্টগুলোতে অভিনয় করেছেন তুষি।
‘আন্ধার’ নিয়ে জানতে চাইলে নাজিফা তুষি চ্যানেল আই অনলাইনকে বলেন, আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারেনা, তাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আমি আপাতত কিছু বলতে পারবো না, যা বলার জানার টিম এবং ডিরেক্টর থেকে জানতে হবে, কিংবা তারা বলবেন।
এদিকে, ‘পোড়ামন ২’, ‘দামাল’ এবং ওয়েব ফিল্ম ‘টান’-এর পর ‘আন্ধার’র মাধ্যমে আবারও রাহয়ান রাফীর নির্মাণে কাজ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রায় অভিনেতা সিয়াম আহমেদ।
রাফীর নির্মাণে তুফান-এ ছিলেন চঞ্চল চৌধুরী, অন্যদিকে তুষি অভিনয় করেছিলেন রাফী পরিচালিত ডার্ক সাইড অব ঢাকা-তে। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রত্যেকে।
‘আন্ধার’ ছবির গল্প তৈরি করেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী, আদনান আদিব খান। সবকিছু ঠিক থাকলে আগামীমাসে ‘আন্ধার’র শুরু হবে শুটিং। সূত্র বলছে, দুই ঈদ ছাড়াই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ঠদের।









