সিয়াম-দীঘি অভিনীত প্রথম ছবি ‘জংলি’র রোমান্টিক গান ‘জনম জনম’ মুক্তি পেয়েছে। বুধবার রাতে গানটি ইউটিউবে উন্মুক্ত হয়েছে। প্রকাশের ১৭ ঘণ্টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুড় পৌনে ৩টা) ভিউ হয়েছে মাত্র দেড় লাখ!
গানটি প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অন্তর্জালে। গানের দৃশ্যে অনেকের কাছে সিয়াম-দীঘির ক্যামেস্ট্রি নজর কাড়লেও ভিডিও প্রেজেন্টেশন ও কালার নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে অনেককে! নেতিবাচক মন্তব্যের ভিড়ে রোমান্টিক এ গানটি একেবারে মন্দ বলছেন না দর্শক!
‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন কিংবদন্তী সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। সম্প্রতি ‘প্রিয়তমা’ ছবির ‘ঈশ্বর’ গানের সুর-সংগীত করে ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি। সবশ্রেণির দর্শকরা সোমেশ্বর অলির লেখা রিয়াদের গাওয়া ওই গানে মুগ্ধ হয়েছিলেন!
এ কারণে প্রিন্স মাহমুদের মিউজিকে ‘জংলি’র এই রোমান্টিক এ গানটি নিয়ে দর্শকদের মাঝে সে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা কতখানি পূরণ হয় দেখার অপেক্ষা ছিল! প্রকাশের পর দর্শক বলছে, রোমান্টিক গান হলেও ‘জনম জনম’ প্রিন্স মাহমুদের ‘ঈশ্বর’ গানের সাফল্যকে স্পর্শ করার সম্ভাবনা নেই বললেই চলে!
সংগীতের তিন জনপ্রিয় তারকা প্রিন্স মাহমুদ, তাহসান ও ইমরান থাকায় গানটি নিয়ে হয়তো আরও বেশি কিছু আশা করেছিলেন শ্রোতা দর্শক।
কেউ কেউ মন্তব্যে বলছেন, হুক লাইনটা জমলেও পুরো গান প্রেজেন্টেশনের সঙ্গে ওতটা জমেনি। তবে দীর্ঘদিন পর প্লে-ব্যাকে তাহসানকে ওয়েলকাম করছেন দর্শক। সেই সঙ্গে পুরো গানটি নিয়ে সিনেমার দর্শকরা ‘জনম জনম’ মোটামুটি পছন্দ করেছেন!
সিয়াম-দীঘি ছাড়াও ‘জংলি’ ছবিতে আরও আছেন শবনম বুবলী। এম রাহিমের পরিচালনায় এ ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে।










