স্বাধীন ভারতের প্রথম ভোট দাতা শ্যাম শরণ নেগি মৃত্যু বরণ করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। মাত্র কয়েকদিন আগেই নিজের জীবনের শেষ ভোটটি দিয়েছিলেন তিনি।
হিমাচল প্রদেশের কিন্নোরের বাসিন্দা ২ নভেম্বর বিধানসভা নির্বাচনে নিজে ভোটও দেন। স্বাধীনতার পর ১৯৫১-১৯৫২ সালে প্রথম নির্বাচন হয় ভারতে। সেই নির্বাচনে প্রথম ভোটটি তিনিই দেন।
দীর্ঘদিন ধরেই অসুস্থ স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম শরণ নেগি। বয়সজনিত সমস্যায় কাবু ছিলেন তিনি। কানে ব্যথা, দৃষ্টিও ছিল ক্ষীণ।
তবে ১০৫ বছর বয়সি শ্যাম শরণ নেগির ভোট দেওয়ার আবেগ ছিল অটুট। হিমাচল প্রদেশের বিধানসভা ভোটেও নিজের মতামত জানিয়েছিলেন তিনি।
গত বুধবার শ্যাম শরণ নেগি বাড়ি থেকেই ফর্ম ১২ ডি-এর মাধ্যমে ভোট দেন। ১৯৫১ সালে প্রথম ভোটদানের পর এবারই প্রথম কোনও নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে পারেননি তিনি।







