যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের আংশিক শাটডাউন বা অচলাবস্থার কারণে উড়োজাহাজ চলাচল ব্যবস্থায় দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। শুক্রবার সারাদেশজুড়ে প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
বিবিসি জানিয়েছে, দেশটির ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানায়, শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের ৪০টি বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়। দেশজুড়ে উড়োজাহাজ চলাচল কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে পড়েছে, যা মূলত অভ্যন্তরীণ ফ্লাইটগুলোকেই প্রভাবিত করছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজ নিয়ন্ত্রণকারীরা অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। নিরাপত্তার স্বার্থে তাদের বিশ্রামের সুযোগ দিতে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি শাটডাউনের কারণে প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করছেন অথবা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন উড়োজাহাজ নিয়ন্ত্রণকারী, পার্ক রেঞ্জারসহ গুরুত্বপূর্ণ সরকারি খাতের কর্মীরাও। কংগ্রেস এখনও নতুন বাজেট অনুমোদন না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।








