সুস্মিতা সেনের ইনস্টাগ্রাম প্রোফাইলের ‘বায়ো’-তে লেখা ‘দ্বিতীয় জন্ম তারিখ ২৭-০২-০২৩’। এটা দেখে ভক্তরা অবাক। হঠাৎ সুস্মিতা কেন দ্বিতীয় জন্ম সাল যোগ করলেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মনে।
১৯৭৫-এর ১৯ নভেম্বর সুস্মিতা সেনের আসল জন্ম তারিখ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে একটি বিশাল হার্ট অ্যাটাকের হাত থেকে বেঁচে মৃত্যু মুখ থেকে ফিরে আসেন সুস্মিতা সেন। তাই হৃদরোগে আক্রান্ত হওয়ার দিনটিকে অথবা যেদিন সুস্থ হয়েছেন সেটাকেই দ্বিতীয় জন্মদিন বলতে চেয়েছেন সুস্মিতা সেন। যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
‘আর্য’ ওয়েব সিরিজের শুটিং সেটে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হয়ে ১ মার্চ সোশ্যাল মিডিয়ায় খবরটি সকলকে জানিয়েছিলেন সুস্মিতা। জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক ছিল সেটা। মূল আর্টারির প্রায় ৯৫ শতাংশ ব্লকেজ ছিল।
সুস্থ হয়ে ফিরে আসার পরেই মুক্তি পেয়েছিল অভিনেত্রীর ‘আর্য সিজন ৩’ এবং ‘তালি’। দুটো কাজেই তুমুল প্রশংসিত হয়েছিলেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস









