একটা সময় আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের প্রেম ছিল চর্চায়। তবে আলাদা হয়ে যায় দুজনের পথ। সম্প্রতি মুম্বাইয়ের একটি ইভেন্টে ‘আশিকি টু’ জুটি একফ্রেমে ধরা দিলেন। শুধু তাই নয়, দেখা হওয়ার পর প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধাকে জড়িয়ে ধরেন আদিত্য রায় কাপুর।
কালো শাড়িতে দেখা গেছে শ্রদ্ধাকে। ফটোগ্রাফারদের দিকে তাকিয়ে হাসছিলেন তিনি। আদিত্যকে দেখে শ্রদ্ধা ঘুরে দাঁড়িয়ে হেসে ফেলেন। এরপর পরস্পরকে জড়িয়ে ধরেন।
বলিউডের সবচেয়ে প্রশংসিত জুটিগুলোর একটি শ্রদ্ধা-আদিত্যর জুটি। তাই শ্রদ্ধাকে আদিত্যর জড়িয়ে ধরার ভিডিওটি ইনস্টাগ্রামের একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করার পর থেকে তা ভাইরাল। ভক্তরা দুজনকে একসঙ্গে দেখে দারুণ খুশি।
এক ভক্ত লিখেছেন ‘আইকনিক ছাতার দৃশ্যের পুনরাবৃত্তি হল। ‘ আরেকজন লিখেছেন, ‘দুজনকেই খুব সুন্দর লাগছে।’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘উফ! ফাটাফাটি অনস্ক্রিন কাপল, যদি অফস্ক্রিনেও…’।
শ্রদ্ধা এবং আদিত্যর ‘আশিকি টু’ মুক্তি পায় ২০১৩ সালে। বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল ছবিটি। এরপর ২০১৭ সালে ‘ওকে জানু’ ছবিতেও অভিনয় করেছেন এই জুটি।
সম্প্রতি প্রেমিক রাহুল মোদীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে শ্রদ্ধার। ওদিকে অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন আদিত্য। তাই দুই প্রাক্তনকে একফ্রেমে দেখে খুশি এই জুটির ভক্তরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস









