Site icon চ্যানেল আই অনলাইন

৬ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান ১ কোটি ১৬ লাখ টাকা

২০২১-২২ অর্থ বছরের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার এই বিভাগে ৬টি চলচ্চিত্রে মোট ১ কোটি ১৬ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

বুধবার (১৫ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা উল্লেখ আছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

৬ টি স্বল্পদৈর্ঘ্য’র মধ্যে ৪টি চলচ্চিত্রের প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ২০ লাখ টাকা করে এবং বাকি ২টি চলচ্চিত্রের প্রতিটিকে ১৮ লাখ টাকা করে অনুদান দেয়া হয়েছে।

এরমধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক একটি, প্রামাণ্য চলচ্চিত্র দুটি এবং বাকি তিনটিকে সাধারণ শাখায় অনুদান দেয়া হয়েছে। কারা পেলেন অনুদান, দেখে নিন তালিকা:

Exit mobile version