কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় নওগাঁয় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) বেলা ১১টায় নওগাঁর মুক্তির মোড়ে ‘আমি তুমি আমরা’ নামে একটি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন হয়েছে।
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে স্লোগান দিয়ে মানববন্ধনে বক্তারা এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানায়। তারা অবিলম্বে এসব ঘটনা বন্ধ করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নওগাঁ শহরের বিশিষ্টজন শফি, মাহবুব, শুভ ও বাঁধন প্রমুখ।









