৯ দিনব্যাপী শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’
ইতিমধ্যে জমে উঠেছে উৎসব। যেখানে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডসহ মোট ১০টি বিভাগে ৭৫টি দেশের মোট ২২০টি সিনেমা দেখানো হচ্ছে। তবে দেশের দর্শকদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত বিভাগ ‘বাংলাদেশ প্যানোরমা’।
এবছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে। এ শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এরমধ্যে উৎসবের চতুর্থ দিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেখানো হবে কুসুম সিকদার পরিচালিত গেল বছরের প্রশংসিত ছবি ‘শরতের জবা’।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘শরতের জবা’র প্রদর্শনী। উৎসবে ছবির নির্মাতাসহ কলাকুশলীদের উপস্থিত থাকার কথাও জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। প্রদর্শনীটি দর্শক বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
একই উৎসবে ‘শরতের জবা’র রয়েছে আরো একটি প্রদর্শনী। উৎসব কর্তৃপক্ষ বলছেন, ১৭ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তনে দর্শক ছবিটি দেখতে পারবেন।
নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।
একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার সাথে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘শরতের জবা’।
কুসুম সিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।









