চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে চোট পেয়ে ছিটকে যান শরিফুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের মাঝপথে ফিট হয়ে উঠলেন বাঁহাতি পেসার। তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে টাইগারদের দ্বিতীয় টেস্টের দলে। সোমবার সন্ধ্যায় রওনা হবেন শরিফুল।
শুধু টি-টুয়েন্টি এবং ওয়ানডে দলের জন্য দলে রাখা হয়েছিল শরিফুলকে। দ্রুত চোট সেরে যাওয়ায় দ্বিতীয় টেস্টের আগেই তরুণ তারকাকে উইন্ডিজ পাঠানো হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
সেন্ট লুসিয়ায় উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৪ জুন। অ্যান্টিগায় প্রথম টেস্ট শেষ হয় রোববার, ম্যাচের চতুর্থ দিন সকালে। সাকিবের দল হারে ৭ উইকেটে।







