প্যারিস অলিম্পিকে চতুর্থ দিনে ছেলেদের ট্র্যাপ শুটিংয়ে ব্রোঞ্জ জিতে গুয়াতেমালাকে প্রথম পদক এনে দেন ব্রল কার্দেনেস। পঞ্চম দিনে একই গেমসে মেয়েদের ইভেন্টে প্রথম সোনার দেখা পেয়েছে দেশটি। আসরে দেশটির দ্বিতীয় পদক এটি।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হওয়া ইভেন্টে ইতালির মারিয়া সিলভানা ও অস্ট্রেলিয়া পেনি স্মিথকে হারিয়ে স্বর্ণ জেতেন গুয়াতেমালার আদ্রিয়ানা রুয়ানো ওলিভিয়া। চ্যাম্পিয়ন হওয়ার পথে ৪৫ পয়েন্ট আদায় করেন এ শ্যুটার।
ইতালির সিলভানা রৌপ্য জেতেন ৪০ পয়েন্ট আদায় করে। অস্ট্রেলিয়ার পেনি ব্রোঞ্জ জয়ের পথে তোলেন ৩২ পয়েন্ট।









