প্যারিস অলিম্পিকে দশম দিনে ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল শ্যুটিংয়ে স্বর্ণ জিতেছে চীন। অলিম্পিকে আধিপত্য বিস্তারকারী দেশটির ইতিহাসে এ ইভেন্টে এটি প্রথম স্বর্ণ। পদক জিতেছেন লি ইউহং।
লি’র পদকের জন্য বহু পরিশ্রম করতে হয়েছে। ২০১৬ রিও অলিম্পিক এবং টোকিওর ২০২০ অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন লি। প্যারিসে প্রথম স্বর্ণের দেখা পেলেন চীন তারকা।
এ ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন সাউথ কোরিয়ার চো ইয়েংজায়ে। এটি সাউথ কোরিয়ার এ ইভেন্টে প্রথম পদক। ব্রোঞ্জ পদক জিতেছে চীনের ওয়াং জিনজি।









