১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি।
দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া বিওপি সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, সাবান ও তেল বিতরণ করা হয়।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম অসহায়দের হাতে এসব খাদ্য সামগ্রীগুলো তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ও আটাপাড়া বিওপি কমান্ডার সুবেদার মজির হোসেনসহ বিওপির বিজিবি সদস্যরা।







